শিরোনাম

রংপুর, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রংপুরে ধাপ এলাকায় প্রিমিয়াম ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
গতকাল রোববার অভিযানকালে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান।
তথ্য নিশ্চিত করে তিনি জানান, অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনো ধরনের বৈধ লাইসেন্স বা সরকারি অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছে। ল্যাবে কোনো অনুমোদিত প্যাথলজিস্ট নিয়োজিত নেই। রেজিস্টার খাতায় প্যাথলজিস্টের স্বাক্ষর অনুপস্থিত। নমুনা সংরক্ষণের জন্য ব্যবহৃত রেফ্রিজারেটরে প্রয়োজনীয় ট্যাগ নেই। প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে তথ্য প্রদানকারী কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর প্রদর্শিত নেই
এছাড়া নন-টেকনিক্যাল ও অভিজ্ঞতাহীন কর্মীদের দ্বারা স্যাম্পল প্রসেসিং করা হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনার নির্ধারিত বিধি অনুযায়ী বর্জ্য নিষ্পত্তি করা হয় না। এসব অনিয়মের প্রেক্ষিতে অনুমোদনবিহীন ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপন ও পরিচালনার অপরাধে ১৩ ধারায় প্রতিষ্ঠানটির ম্যানেজারকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
কাজী মো. শাহান বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ যেকোনো প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা হবে।