বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ১৫:০৮

নরসিংদীতে গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

ছবি : বাসস

নরসিংদী, ১৯ জানুয়ারি ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নরসিংদী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে আজ সোমবার নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিচারপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এ কে এম আব্দুল হাকিম।

রিসোর্স পারসন হিসেবে কর্মশালায় বক্তব্য দেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোহাম্মদ আব্দুস সবুর।
তিনি তার বক্তব্যে নির্বাচনকালীন সময়ে দায়িত্বশীল সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং অপ-সাংবাদিকতা পরিহারের ওপর গুরুত্বারোপ করেন।

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের ভূমিকা, নৈতিকতা ও পেশাদারিত্ব নিয়ে আলোচনা করা হয়।

এ কর্মশালায় অংশগ্রহণ করেন নরসিংদী জেলার স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের শতাধিক সাংবাদিক। কর্মশালায় অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর বলে মন্তব্য করেন।