বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ১৪:৫৫

নিখোঁজের ৩ দিন পর মেঘনার পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিখোঁজের তিনদিন পর লক্ষ্মীপুরের কমলনগরে  নুর আলম (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  ছবি: বাসস

লক্ষ্মীপুর, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : নিখোঁজের তিনদিন পর লক্ষ্মীপুরের কমলনগরে  নুর আলম (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

আজ সোমবার সকালে মাতাব্বর হাট মেঘনার তীর রক্ষা বাঁধের পাথরের ব্লকের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নুর আলম উপজেলার সাহেবেরহাট এলাকার বাসিন্দা বশির আহমদের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিনদিন আগে শুক্রবার রাত ৯টার পর থেকে নিখোঁজ হন নুর আলম। আজ সকালে মেঘনার তীর রক্ষা বাঁধের পাথরের ব্লকের নিচে মৃতদেহটি পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ব্লক সরিয়ে নুর আলমের মরদেহ উদ্ধার করে। নুর আলম নদী বাঁধ প্রকল্পে বালু ভরাটের কাজ করতেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, গত শনিবার নুর আলম নামে এক ব্যক্তির নিখোঁজের ডায়েরি করেন তার পরিবার। নদীর পাড়ের ব্লকের নিচ থেকে মরদহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।