শিরোনাম

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ২৯ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্সসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
আজ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে নারায়নগঞ্জের ফতুল্লা থানার ফতুল্লা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে পাগলা কোস্ট গার্ড স্টেশন। অভিযানে সন্দেহজনক একটি মিনি ট্রাক তল্লাশি করে প্রায় ২৮ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের শুল্ক, কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আসা ভারতীয় কসমেটিক্স ও ট্রাকসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়।
তিনি আরো বলেন, জব্দকৃত আলামত ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।