বাসস
  ১৬ জানুয়ারি ২০২৬, ২০:২৭

নেত্রকোণায় শীতবস্ত্র বিতরণ 

নেত্রকোণা জেলায় আজ ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ছবি: বাসস

নেত্রকোণা, ১৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে পৌর শহরের পূর্ব কাটলি এলাকায় জেলা প্রশাসন ও রোভার স্কাউটসের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

নেত্রকোণার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের কার্যনির্বাহী কমিটির সদস্য মল্লিক নজরুল ইসলাম সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।