শিরোনাম

পিরোজপুর, ১৬ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার কাউখালী উপজেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে কাউখালী উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচীতে জেলা বিএনপি'র আহবায়ক নজরুল ইসলাম খান, পিরোজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মনিটরিং টিম ১৬ এর প্রধান নাসির উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহমেদ, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান মনি নেতৃবৃন্দ উপস্থিত করেন।