শিরোনাম

পটুয়াখালী, ১৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জনপ্রিয় পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও একটি মৃত ডলফিন ভেসে এসেছে, যা স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
আজ শুক্রবার সকালে সৈকতের পশ্চিম পাশে স্বপ্নরাজ্য পার্ক এলাকায় মৃত ডলফিনটি দেখতে পান কুয়াকাটা ডলফিন সুরক্ষা কমিটির সদস্যরা।
খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃত ডলফিনটি উদ্ধার করেন। পরে পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা), কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি ও কুয়াকাটা পৌরসভার সমন্বয়ে স্বাস্থ্যঝুঁকি এড়াতে ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়।
উপরা’র যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ডলফিনটি তীরে ভেসে এসেছে এবং শরীরের অধিকাংশ চামড়া উঠে যাওয়ায় কাছে যাওয়া কঠিন ছিল।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, উপকূলজুড়ে ডলফিন সংরক্ষণে কাজ করা হলেও বারবার মৃত্যুর ঘটনা ঘটছে। প্রকৃত কারণ জানতে বৈজ্ঞানিক তদন্ত প্রয়োজন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা একেএম মনিরুজ্জামান জানান, দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় ডলফিনটি দ্রুত মাটিচাপা দেওয়া হয়েছে।