বাসস
  ১৬ জানুয়ারি ২০২৬, ১৯:৩৭
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১৯:৫৯

বাগেরহাটে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

শুক্রবার সদর উপজেলার ইয়াকুব আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মহিলাদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

বাগেরহাট, ১৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার সকালে সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের নওয়াপাড়া ইয়াকুব আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৩নং গোটাপাড়া ইউনিয়ন মহিলাদলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট- ২ আসনে (সদর ও কচুয়া) বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।

সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন মহিলাদলের সভানেত্রী মোসা. মেঘনা খাতুনের সভাপতিত্বে এ কর্মসূচীতে বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা মহিলা দলের সহ-সভাপতি শিরিনা আক্তার, ইউনিয়ন বিএনপির সভাপতি বাসারাত হালদার ও সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ কর্মসূচিতে সদর উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।