শিরোনাম

শেরপুর, ১৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে জেলা শহরের কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ।
এসময় জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক ইসরাত পুতুল, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী সদস্য আলমগীর হোসেন ও তান্না ইসলাম, রেড ক্রিসেন্টের ইউনিট অফিসার ইমরান হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
এবিষয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান জানান, শুক্রবার দুই শতাধিক দুস্থ ও অসহায় ব্যক্তির মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। আগামীদিনে এ কার্যক্রম অব্যাহত থাকবে।