বাসস
  ১৬ জানুয়ারি ২০২৬, ১৮:২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী কলেজ পরিদর্শক মো. ইসমাইল হোসেন ইন্তেকাল করেছেন

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তরের সহকারী কলেজ পরিদর্শক মো. ইসমাইল হোসেন ইন্তেকাল করেছেন। 

দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ইসমাইল হোসেন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। আজ সকাল ৮টা ৪০মিনিটে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মো. ইসমাইল হোসেনের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন। 

শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।