শিরোনাম

বরগুনা, ১৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার বেতাগী উপজেলায় আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের শেষে বেতাগী উপজেলার মোকামিয়া দরবার শরীফে এ লিফলেট বিতরণ করেন জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন।
বেতাগী উপজেলা প্রশাসনের কর্মসূচির অংশ হিসাবে এসব লিফলেট বিতরণ করা হয়। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।