শিরোনাম

সাতক্ষীরা, ১৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেলে দহাখুলা ভাটার মোড়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যুবদল নেতা ইনসাফ আলীর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য দেন, সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুর রউফ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এড. নুরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল প্রমুখ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশ ও দেশের মানুষের কল্যাণে সারা জীবন নিরলসভাবে কাজ করে গেছেন। দেশনেত্রীকে দেশের মানুষ ভালোবাসে বলেই তাঁর জানাজায় লাখ লাখ মানুষ অংশ নিয়েছে। তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
আলোচনা সভা শেষে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইমাম হাফেজ মাওলানা ফজর আলী।