শিরোনাম

সুনামগঞ্জ, ১৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সুনামগঞ্জে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়ামে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এ সময় জেলার সকল উপজেলা থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানরা ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক দ্বিপান্বিতা, সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিনসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।