শিরোনাম

চট্টগ্রাম, ১৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)- এর স্নাতক ২০২৫-২০২৬ শিক্ষাবষের্র ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।
আগামীকাল সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত বহুনির্বাচনী পরীক্ষা এবং এরপর অংকন পরীক্ষা দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১ টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এবারের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল ও যন্ত্রকৌশল অনুষদসমূহের মোট ১২টি বিভাগে সংরক্ষিত ১১টিসহ মোট ৯৩১টি আসনের বিপরীতে সর্বমোট ১৩ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়াই করবেন প্রায় ১৫ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী।
এরই মধ্যে ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য পৃথকভাবে এই তালিকা প্রকাশিত হয়। চুয়েটে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয় গত বছরের ১৫ ডিসেম্বর এবং শেষ হয় ৩১ ডিসেম্বর।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, রাখাইন সম্প্রদায়ের জন্য একটি এবং পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর (উপজাতি) জন্য দশটি আসন সংরক্ষিত রয়েছে।
ভর্তি পরীক্ষার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে প্রাপ্ত আবেদনপত্রের ভিত্তিতে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি এই চার বিষয়ে মোট প্রাপ্ত গ্রেড পয়েন্ট অনুযায়ী একটি মেধাতালিকা প্রস্তুত করা হয়। উক্ত মেধাতালিকা থেকে মোট ১৩ হাজার ৯৪২ জনকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ নিয়ে ‘ক’ গ্রুপ এবং এসব বিভাগের সঙ্গে স্থাপত্য বিভাগ যুক্ত করে ‘খ’ গ্রুপ গঠন করা হয়েছে। ভর্তি পরীক্ষায় ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘খ’ গ্রুপের স্থাপত্য বিভাগের জন্য অতিরিক্তভাবে মুক্তহস্ত অঙ্কন পরীক্ষাও নেওয়া হবে। ‘ক’ গ্রুপে ৫০০ নম্বর এবং ‘খ’ গ্রুপে বহুনির্বাচনী ৫০০ নম্বরের সঙ্গে মুক্তহস্ত অঙ্কনের ২০০ নম্বরসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানা যায়, চুয়েট ক্যাম্পাস ছাড়াও দুইটি উপ-কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চুয়েট কেন্দ্রে ৮ হাজার ৫০০ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। উপকেন্দ্রগুলোর মধ্যে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ১ হাজার ৩৬৫ জন ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ৪ হাজার ৭৭ জনসহ মোট ৫ হাজার ৪৪২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
‘খ’ গ্রুপের পরীক্ষা শুধুমাত্র চুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার ফলাফল বা মেধাতালিকা আগামী ৩১ জানুয়ারি (শনিবার) প্রকাশ করা হবে।
ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো। প্রশাসন ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় সভা করা হয়েছে। চুয়েট শহর থেকে কিছুটা দূরে হওয়ায় যানবাহন সমিতির সঙ্গে কথা বলে বাসের ব্যবস্থা করা হয়েছে। আমাদের শিক্ষার্থীরাও সহযোগিতা করছে। আশা করছি, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।’