শিরোনাম

বাগেরহাট, ১৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি এখন বাগেরহাটে।
আজ শুক্রবার সকাল ১০টায় নির্বাচন বিষয়ক প্রচার-প্রচারণার জন্য গাড়িটি জেলার মোল্লাহাট উপজেলার গাংনি ইউনিয়ন পরিষদ মাঠে পৌঁছায়। দুপুর ১২টায় স্থানীয়দের মধ্যে গণভোট, সংসদ নির্বাচন ও ভোট প্রদানের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করে।
ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
সংস্কৃত ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে তৈরি করা পাঁচটি পিভিসির মাধ্যমে তুলে ধরা হচ্ছে অতীতের গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যা, তরুণ ও নারীদের বঞ্চিত হওয়ার ইতিহাস তুলে ধরা হচ্ছে গাড়ি থেকে।
ভোটের গাড়ির এই প্রচারণার সময় গণযোগাযোগ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মুঈনুল ইসলাম, মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুস্মিতা সাহাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
পরে বিকেলে গাওলা ও কোদালিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ভোটের গাড়ি থেকে গণভোট ও নির্বাচন সম্পর্কে প্রচার-প্রচারণা চালানো হয়। আগামীকাল শনিবার বাগেরহাট-১ নির্বাচনী আসন ফকিরহাট উপজেলার নলধা, লকপুর ও মূলঘর উপজেলায় একইভাবে প্রচার চালাবে গাড়িটি।