শিরোনাম

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আজ শুক্রবার জুমাবার তার কবরে নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।
আজ শুক্রবার সকাল থেকেই নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সদ্য প্রয়াত দেশনেত্রীর কবরে শ্রদ্ধা জানাতে আসেন।
বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আসা রংপুরের বিএনপি কর্মী রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জের যুবদল কর্মী সোহেল আহমেদ বাসসকে জানান, তারা তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও তাঁর রুহের মাগফেরাত কামনায় শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধি সৌধ জিয়ারত করতে এসেছেন।
এখানে তারা পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও দোয়া মোনাজাত করেছেন।
তারা বলেন, এখানে এসে মানসিক শান্তি ও এক ধরনের তৃপ্তি অনুভব করেছেন তারা।
এরূপ অনুভূতি প্রকাশ করেন এখানে আগত অগনিত নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
রাজধানীর রামপুরা থানা যুবদলের মো. আরমান বলেন, ‘আমি আমার আরও আত্মীয় স্বজন মিলে এখানে এসেছি। আমাদের সঙ্গে আরও নেতা-কর্মীও রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘দেশের ইতিহাসের সবচাইতে জনপ্রিয় ও ত্যাগী মমতাময়ী দেশনেত্রীর কবর জিয়ারতে এসে যেমন নেত্রীর চলে যাওয়ায় ভীষণ খারাপ লাগছে, পাশাপাশি এখানে এসে একটা মানসিক শান্তি অনুভব করছি।’
মো. আরমান দৃঢ় কণ্ঠে বলেন, শপথ নিচ্ছি যে দেশনেত্রীর রাজনৈতিক সংগ্রামকে আমরা এগিয়ে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবো।
মাজার এলাকায় জাতীয়তাবাদী ওলামা দল কোরআন তিলাওয়াত করছে। তাদের এই তিলাওয়াত মাজার আশাপাশ এলাকায় মাইকে শোনা যাচ্ছে।
এখানে দায়িত্ব পালনরত নিরাপত্তা কর্মীরা জানান, আজ সাপ্তাহিক ছুটির দিন বলে অন্যান্য দিনের চেয়ে নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল বেশি।
গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ইন্তেকাল করেন।
পরদিন জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া এভিনিউসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে লাখ লাখ মানুষের শোক ও শ্রদ্ধায় অনুষ্ঠিত হয় বিশ্বের বৃহৎ জানাজা।
জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।