বাসস
  ১৬ জানুয়ারি ২০২৬, ১৫:৪৬
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১৫:৪৭

মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে চলছে ৭ম দিনের আপিল শুনানি 

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) দায়ের করা আপিল শুনানির আজ সপ্তম দিনের কার্যক্রম চলছে।

আজ শুক্রবার বিকেল ৩টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করছেন।

ইসি ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ক্রমিক নম্বর ৪৮১ থেকে ৫১০ পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এছাড়া আগের দিনগুলোতে যেসব আপিল শুনানির পর রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল, সেগুলোরও আজ শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার শুনানির ষষ্ঠ দিনে মোট ১০৪টি আবেদনের শুনানি গ্রহণ করে কমিশন। এতে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ৬০টি আপিল মঞ্জুর হওয়ায় এই ৬০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। ওইদিন ২৯টি আপিল নামঞ্জুর এবং ১০টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়। এছাড়া অন্যের মনোনয়নপত্র বৈধ হওয়ার বিরুদ্ধে (গ্রহণ) করা পাঁচটি আপিলও নামঞ্জুর করে কমিশন।

কমিশনের সময়সূচি অনুযায়ী, আগামীকাল ১৭ জানুয়ারি (শনিবার) ৫১১ থেকে ৬১০ নম্বর এবং ১৮ জানুয়ারি (রোববার) শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর ও অবশিষ্ট অপেক্ষমাণ আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হবে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তারা ৩শ’ নির্বাচনী এলাকায় মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টিকে বৈধ এবং ৭২৩টিকে বাতিল ঘোষণা করেছিলেন।