বাসস
  ১৬ জানুয়ারি ২০২৬, ১৫:৩০

নাটোরে খালেদা জিয়ার আত্নার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা  

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় জেলায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ছবি : বাসস

নাটোর, ১৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় জেলায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার বেলা ১১টায় শহরের রায় আমহাটী এলাকায় স্থানীয় হিন্দু সম্প্রদায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, বেগম খালেদা জিয়া সকল ধর্মের মানুষের কাছে সমান জনপ্রিয় ছিলেন। নিজের জীবন বিপন্ন করে তিনি সব সময় দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর পদাংক অনুসরণ করে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। 

জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক সুশান্ত কুমার সরকারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে কৃষ্ণ পদ সরকার এবং মনোজ কুমার সরকার।