শিরোনাম

নরসিংদী, ১৬ জানুয়ারি, ২০২৬ (বাসস): জেলার ছাত্রদলকর্মী জাহিদুল ইসলাম হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
আজ শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ সিপিএসসি ও নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল বিকেলে কুষ্টিয়া সদরের বটতৈল ভাদালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান তিনি।
এর আগে গত ২৯শে ডিসেম্বর জেলার মাধবদী থানাধীন নওপাড়া এলাকায় জাহিদুল ইসলামকে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা।
ঘটনার পর থেকেই পলাতক ছিল মামলার এজাহারভুক্ত ১ ও ২ নম্বর আসামি রাজন ও জারা। তারা সম্পর্কে স্বামী, স্ত্রী।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালে কুষ্টিয়া সদর এলাকায় যৌথ অভিযান চালায় র্যাব-১১ ও র্যাব-১২। অভিযানে গ্রেফতার করা হয় মূল পরিকল্পনাকারী রাজন ও তার স্ত্রী জারাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে র্যাব।