শিরোনাম

টাঙ্গাইল, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জেলায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে জেলার মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে এ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপি ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
সভায় আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া লড়াই করেছেন। তার চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হবার নয়। আল্লাহপাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন।
এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ারও জন্য সকলের প্রতি আহ্বান জানান।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক তাজ উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব সাদেক আহমেদ খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক আব্দুল খালেক মন্ডল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এসএম মহসীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সরকার হিতেশ চন্দ্র পুলক ও শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের সাবেক ভিপি আজম মৃধা প্রমুখ।