শিরোনাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : কুয়াশাচ্ছন্ন শীতের বিকালে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস ধীরে ধীরে নিরব হচ্ছিল, ঠিক তখন বুদ্ধিজীবী চত্বরে জমে উঠল সম্প্রীতির এক ব্যতিক্রমী আয়োজন। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে সামাজিক সংগঠন ‘সমান্তরাল’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘কুয়াশা উৎসব’।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সমান্তরাল ইয়ুথ এন্ডিং হাঙ্গার-এর আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবে মিলনমেলা বসে বাঙালি ও অবাঙালি সংস্কৃতির। শীতের কুয়াশাকে সঙ্গী করে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর রূপ নেয় রঙিন, প্রাণবন্ত ও উৎসবমুখর এক সাংস্কৃতিক পরিসরে।
উৎসবকে কেন্দ্র করে চত্বরে বসানো হয় প্রায় ৫০টি স্টল। নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণে সাজানো এসব স্টলে ছিলো নানান ধরনের পিঠাপুলি, ঐতিহ্যবাহী খাবার, অলংকার, কাপড়, শাড়ি ও চাদর। এতে প্রায় ৫০ জন নবীন উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পান, যা উৎসবের পাশাপাশি উদ্যোক্তা উন্নয়নের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
বিকেলের পর্বে অনুষ্ঠিত হয় সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে প্যানেল ডিসকাশন। আলোচনায় বক্তারা সমাজে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও বহুত্ববাদী সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরেন। এরপর সংগঠনটির কার্যক্রমভিত্তিক কিছু ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শককে আন্দোলিত করে।
সন্ধ্যার পর উৎসবের সাংস্কৃতিক পর্বে নাচ ও গানের আয়োজন ক্যাম্পাসকে করে তোলে আরও প্রাণবন্ত। শাড়ি ও চাদর মুড়িয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বুদ্ধিজীবী চত্বর যেন হয়ে ওঠে একখণ্ড লোকজ উৎসবভূমি। রাত গভীর হলেও উৎসবের রেশ কাটেনি, চলে হাসি, গান আর সম্প্রীতির গল্প।
উৎসব আয়োজন নিয়ে সমান্তরাল-এর কনভেনার আরমান সাকিব বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই, কুয়াশা উৎসব ২০২৬-কে সম্প্রীতি, সৃজনশীলতা ও সৌন্দর্যের এক অনন্য উদযাপনে রূপ দেওয়া। এই নীরব পরিশ্রমের শক্তিতেই গড়ে উঠেছে উৎসবের প্রতিটি মুহূর্ত। আমরা কৃতজ্ঞ, আমরা গর্বিত।’
২০২৩ সালে যাত্রা শুরু করা সংগঠন ‘সমান্তরাল’ এর আগে ২০২৪ ও ২০২৫ সালে কুয়াশা উৎসব আয়োজন করে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালেও তারা এ আয়োজন করেছেন। কুয়াশার ভেতর দিয়ে যেমন সূর্যের আলো পথ খুঁজে নেয়, তেমনি এই উৎসবের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে সহাবস্থান, সৌহার্দ্য ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।