শিরোনাম

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের জনব্যয়কে যুক্তিসংগত ও জবাবদিহিমূলক করতে হলে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিমুক্ত একটি কার্যকর আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।
আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ২৫তম আইসিএমএবি কনভোকেশন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্সি বিষয়ে শিক্ষা, প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নে একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান হলো- দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)।
উপদেষ্টা বলেন, অডিট প্রতিবেদনের মূল উদ্দেশ্য হলো হিসাব ব্যবস্থাপনা ও সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনা উন্নয়নের জন্য সুপারিশ প্রদান করা। এসব সুপারিশের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করা, সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং দুর্নীতির সুযোগ কমানো।
এসময় তিনি আরো বলেন, সংস্কার কমিশনের সুপারিশ থাকা সত্ত্বেও সরকারি প্রশাসন খাত অডিট প্রতিবেদন জনসমক্ষে প্রকাশে অনিচ্ছুক এবং তথ্য অধিকার আইনের সংস্কারে বাধ্যতামূলক প্রকাশের বিধান অন্তর্ভুক্ত করতে আগ্রহ দেখাচ্ছে না। প্রকাশের এই ঘাটতি সরকারি খাতে একটি গুরুতর চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে বলে উপদেষ্টা মন্তব্য করেন।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে আন্তর্জাতিক ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আইএফএসি)-এর প্রেসিডেন্ট জ্যাঁ বুকুয়া গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে তার তথ্যবহুল ও অনুপ্রেরণাদায়ক বক্তৃতা দেন। আইসিএমএবির সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া এবং সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস-এর সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির এফসিএ।
কনভোকেশন-২০২৬-এর আহ্বায়ক মোহাম্মদ সালিম অনুষ্ঠানে বক্তৃতা করেন এবং আইসিএমএবির সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এফসিএমএ ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়া উপদেষ্টা সফল উত্তীর্ণদের মধ্যে সনদ বিতরণ করেন। কনভোকেশন অনুষ্ঠানে ইনস্টিটিউটের প্রায় ৩ শ’ ফেলো ও অ্যাসোসিয়েট সদস্য সনদ গ্রহণ করেন।
অনুষ্ঠানে আইসিএমএবির সাবেক সভাপতি, কাউন্সিল সদস্য, বিপুলসংখ্যক অ্যাসোসিয়েট ও ফেলো সদস্য এবং সরকারি ও কর্পোরেট খাতের অতিথিরা উপস্থিত ছিলেন।