বাসস
  ১৫ জানুয়ারি ২০২৬, ২২:৫২

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ডাক ভোটে নিবন্ধনের নির্দেশ ব্যাংক কর্মকর্তাদের

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ প্রক্রিয়া সহজ ও সুশৃঙ্খল করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহারের বিষয়ে সব তফসিলি ব্যাংককে আনুষ্ঠানিক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।

কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট-১ আজ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের তাদের কর্মীদের জন্য তথ্যপ্রযুক্তির মাধ্যমে ডাক ভোটের ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

সার্কুলারে বলা হয়, যেসব ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী নির্বাচনী দায়িত্বে নিয়োজিত হবেন, তারা নিয়োগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে নিবন্ধন সম্পন্ন করবেন।

এই উদ্যোগের লক্ষ্য হলো- নির্বাচনী ব্যবস্থাপনার সামনের সারিতে দায়িত্ব পালনকারীরা যেন তথ্যপ্রযুক্তি-সমর্থিত ডাক ভোট ব্যবস্থার মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।