শিরোনাম

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে চার দিনব্যাপী রিসার্চ মেথডলোজি ও সায়েন্টিফিক রাইটিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ করা হয়েছে।
গতকাল বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের আনোয়ারুল আজিম চৌধুরী লেকচার গ্যালারিতে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন।
ঢাবি’র জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে উন্নীত করতে জুনিয়র ও সিনিয়র সব শিক্ষককে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাতে হবে।
ঢাবি’কে একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে যুগোপযোগী গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য তরুণ শিক্ষকদের প্রতি তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুস্তাক ইবনে আয়ূবের সঞ্চালনায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাবি’র বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৮৮ জন শিক্ষক তিনটি গ্রুপে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।