বাসস
  ১৩ জানুয়ারি ২০২৬, ১২:৩৯

পটুয়াখালীতে মাদক সেবনের পর শৃঙ্খলা নষ্ট, যুবকের কারাদণ্ড

পটুয়াখালী জেলার কলাপাড়ায় প্রকাশ্যে অ্যালকোহল সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : বাসস

পটুয়াখালী, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার কলাপাড়ায় প্রকাশ্যে অ্যালকোহল সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তুলাতলী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মোরশেদ আলী পাপ্পু (৩৬)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।