শিরোনাম

বাগেরহাট, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মাদকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার কাড়াপাড়া গ্রাম থেকে চার কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এনামুল হাওলাদার (৪০) সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের সলেমান হাওলাদারের পুত্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, দীর্ঘদিন ধরে এনামুল মাদক কারবারের সাথে যুক্ত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এনামুলের বাসায় অভিযান চালানো হয়। এসময় তার বাসা থেকে চার কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে পরিদর্শক এস এম জাফরুল আলম মামলার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত এমন অভিযান চলমান থাকবে।