বাসস
  ১৩ জানুয়ারি ২০২৬, ১২:৩০

মাগুরায় ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

মাগুরা, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সোমবার সকাল থেকে মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বিকেলে বড়রিয়া গ্রামের খোলা মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মেলা উপলক্ষে মাঠজুড়ে বিভিন্ন ধরনের গ্রামীণ দোকান বসে। মিষ্টির দোকানের পাশাপাশি মাটির হাঁড়ি-পাতিল, দা-কুড়ালসহ নানা গৃহস্থালি সামগ্রীর পসরা দেখা যায়। এছাড়া মেলায় বসে মাছের বাজার। গ্রামাঞ্চলের জামাইয়েরা শ্বশুরবাড়িতে নেওয়ার জন্য বড় বড় মাছ কেনাকাটা করেন, যা মেলার একটি ব্যতিক্রমী ও প্রাণবন্ত চিত্র তুলে ধরে।

ঘোড়দৌড় প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত এই গ্রামীণ মেলা এক সপ্তাহব্যাপী চলবে। 

স্থানীয় সূত্র জানায়, গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে প্রায় ১৩৭ বছর ধরে এই মেলার আয়োজন হয়ে আসছে। 

প্রতিবছর বাংলা মাসের ২৮শে পৌষ নিয়মিতভাবে মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে।

ঘোড়দৌড় ও মেলা উপভোগ করতে আশপাশের গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী জেলা ফরিদপুর, নড়াইল ও যশোর থেকে হাজারো দর্শনার্থী মেলাপ্রাঙ্গণে ভিড় জমান। শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সব বয়সী দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। অনেকেই পরিবার-পরিজন ও শিশুদের সঙ্গে নিয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন।

ঘোড়দৌড়ের পাশাপাশি জমজমাট গ্রামীণ মেলায় চুড়ি, ফিতা ও শিশুদের খেলনার দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। একই সঙ্গে মুখরোচক বিভিন্ন খাবারের দোকান দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে।

ঘোড়দৌড় প্রতিযোগিতায় যশোর জেলার বাঘারপাড়া এলাকার একটি ঘোড়া প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান লাভ করে মাগুরার একটি ঘোড়া এবং তৃতীয় স্থান অর্জন করে নড়াইল জেলার একটি ঘোড়া। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মেলা আয়োজক কমিটির সভাপতি জাহাঙ্গির আলম খান বাচ্চু জানান, এই মেলা গ্রামবাংলার ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও জানান, ভবিষ্যতেও এই ঐতিহ্যকে ধরে রাখতে আয়োজক কমিটি ও গ্রামবাসী সম্মিলিতভাবে কাজ করে যাবে।