শিরোনাম

রংপুর, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস): রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে জুলাই সনদের আলোকে রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়িত হবে।
তিনি বলেন, দেশের চাবিকাঠি জনগণের হাতে ন্যস্ত। দেশকে সংস্কার, উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নেওয়ার জন্য আসন্ন ভোটে জনগণের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ প্রয়োজন।
তিনি সোমবার বিকেলে রংপুর মহানগরীর বাহারদুর সিং মধ্যপাড়া এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে রংপুর বিভাগীয় তথ্য অফিসের সহকারী পরিচালক মো. আলমগীর কবির ব্যালট পেপার সম্পর্কে বিস্তারিত কারিগরি তথ্য প্রদান করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, ভোটের মাধ্যমেই দেশের যোগ্য ও দায়িত্বশীল প্রতিনিধি নির্বাচিত হয়। নির্ধারিত ফরম ও নম্বর জেনে সঠিকভাবে ভোট প্রদান করতে হবে।
তিনি সচেতনভাবে ভোট দেওয়াকে নাগরিকদের দায়িত্ব উল্লেখ করে বলেন, ভোটের দিন কেন্দ্রে দু’ধরনের ব্যালট পেপার থাকবে। জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাদা রঙের এবং গণভোটের জন্য গোলাপি রঙের ব্যালট পেপার।
এ সময় ভোটারদের শৃঙ্খলা মেনে শান্তিপূর্ণভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য তিনি আহ্বান জানান।
বৈঠকে অন্যান্যের মধ্যে রংপুর বিভাগীয় তথ্য অফিসের সহকারী পরিচালক আলমগীর কবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।