শিরোনাম

যশোর, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : যশোরের অভয়নগরে অবৈধভাবে গড়ে ওঠা পরিবেশ দূষণকারী ৭৪টি কয়লার চুল্লি গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নে ভৈরব নদীর তীরবর্তী এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে স্থানীয় পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের একটি দল অংশ নেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা এই ব্যবস্থা নিয়েছি। শুধু সিদ্দিপাশা এলাকাতেই ২০০টির বেশি অবৈধ চুল্লি রয়েছে, যেখানে বছরের পর বছর কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে পরিবেশ মারাত্মকভাবে দূষিত করা হচ্ছিল।
তিনি জানান, আজকের অভিযানে আমরা প্রাথমিকভাবে ৭৪টি বিশাল আকৃতির চুল্লি ভেঙে ফেলেছি। পরিবেশ বিপন্ন করে এ ধরণের ব্যবসা করার কোনো সুযোগ নেই। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
আব্দুস সালাম নামে স্থানীয় একজন বলেন, চুল্লির মালিকরা কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করেন না। রাস্তার পাশে খোলা জায়গায় সারাদিন কাঠ পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ায় গাছপালায় মড়ক দেখা দিয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে ফলের মুকুল। আমরা দীর্ঘদিন ধরে এসবের প্রতিবাদ করে আসছি, কিন্তু কোনো কাজ হচ্ছিল না।
চুল্লি ব্যবসায়ীরা বলছেন, এখান থেকে উৎপাদিত কয়লা দেশের অভিজাত হোটেল, রড কারখানা, মশার কয়েল, ধুপকাঠি ও জুয়েলারি শিল্পে ব্যবহৃত হয়। এ ব্যবসায় কোটি কোটি টাকা লেনদেন হয়।
তবে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় দ্রুততম সময়ের মধ্যে অবশিষ্ট অবৈধ চুল্লিগুলো উচ্ছেদের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।