বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ১৯:২৩

পিরোজপুরে ২টি ব্রিজ নির্মাণ করলেন যুবদলের নেতা-কর্মীরা

ছবি : বাসস

পিরোজপুর, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস): জেলার মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ও মিরুখালী ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ২টি ব্রিজ নির্মাণ করে দিয়েছেন স্থানীয়  যুবদলের নেতাকর্মীরা। এতে দীর্ঘ ৬ বছর ধরে ওই এলাকার সাতটি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের দুর্ভোগ লাঘব হয়েছে।

আজ সোমবার দুপুরে ব্রিজ ২টির উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এ আর মামুন খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক ওহিদুজ্জামান মিল্টন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব তাহসিন জামাল রুমেল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান হোসেন মনিসহ ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘূর্ণিঝড় আম্ফানের ৬ বছর পেরিয়ে গেলেও আলগীপাতাকাটা খাল ও বাদুরা খালের ওপর ভাঙ্গা ব্রিজ ২টি পুননির্মাণ করা হয়নি। এতে ৭টি গ্রামের অন্তত ১৫ হাজার মানুষ ভোগান্তিতে ছিল। বিষয়টি স্থানীয় যুবদলের নেতা-কর্মীদের নজরে আসলে নিজেদের উদ্যোগে ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা ব্রিজ ২টি পুননির্মাণের ব্যবস্থা করেন।

এ বিষয়ে যুবদল নেতা এ আর মামুন খান বলেন, সেতু ২টি ভাঙার কারণে এ অঞ্চলের হাজার হাজার মানুষের দুর্ভোগের বিষয়টি স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে জানতে পারি। সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে আমরা সেতু দুটি নির্মাণের উদ্যোগ নিয়েছি।