বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ১৯:১৯

হিলি সীমান্তে গণভোট বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

ছবি : বাসস

দিনাজপুর, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে দিনাজপুরের হিলি সীমান্তে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে হাকিমপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ধরন্দা গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত করা হয়।

উঠান বৈঠকে গণভোট সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেন হাকিমপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা। কিভাবে গণভোট প্রয়োগ করতে হবে এবং গণভোটে অংশগ্রহণ করলে দেশে শাসন ব্যবস্থায় ভারসাম্য ফিরে আসবে, সেসব বিষয়ে তিনি সচেতনতামূলক বক্তব্য দেন। 

উঠান বৈঠকে সমাজ সেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী তাছলিমা সুলতানা তামান্না, ফিল্ড সুপারভাইজার আব্দুস সালামসহ ওই এলাকার নারী, পুরুষ ও নতুন ভোটাররা উপস্থিত ছিলেন।