বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ১৯:০৩

সিলেটে গ্রাম আদালত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়  

ছবি : বাসস

সিলেট, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : অল্প খরচে কম সময়ে সঠিক বিচার পেতে গ্রাম আদালত মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। গত এক বছরে দেশে গ্রাম আদালতে প্রায় পৌনে ১ লাখ মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে শতকরা আশি ভাগ মামলা নিষ্পত্তি হয়েছে।

আজ সোমবার সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেটের বিভাগীয় পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত গ্রাম আদালত ব্যবস্থা শীর্ষক এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এবং সিলেটের জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। 

সভায় সভাপতির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, সিলেট-এর উপ-পরিচালক (উপসচিব) সুবর্ণা সরকার। স্থানীয় সরকার সিলেট-এর সহকারী কমিশনার মোছাদ্দেকা বেগম বৃষ্টির সঞ্চালনায় সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে কী-নোট পেপার উপস্থাপন করেন প্রজেক্ট কোর্ডিনেশন এনালিস্ট ড. শঙ্কর পাল, কমিউনিকেশন্স এন্ড আউটরিচ এনালিস্ট সুমন ফ্রান্সিস গমেজ। গ্রাম আদালত আইন বিষয়ে বক্তব্য রাখেন গ্রাম আদালত সক্রিয়করণ-তৃতীয় পর্যায় প্রকল্পের লিগ্যাল এনালিস্ট ব্যরিস্টার মশিউর রহমান চৌধুরী।  

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, ‘সমাজ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। গ্রাম আদালত সমাজকে ভালো রাখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রতিষ্ঠানকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে হবে; এজন্য দক্ষতা, সততা ও আন্তরিকতার সমন্বয়ে গ্রাম আদালত কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উন্মুক্ত আলোচনায় গণমাধ্যমকর্মীরা স্থানীয় জনপ্রতিনিধিদের গ্রাম আদালত ও আইন বিষয়ে প্রশিক্ষণ, স্থানীয় পর্যায়ে ব্যাপকভাবে প্রচার, সোশ্যাল মিডিয়ায় সময়োপযোগী কন্টেন্ট তৈরি করে প্রচার, জেলা প্রশাসনের তদারকী বৃদ্ধি, বিচারিক কার্যক্রমে জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি অন্তভূক্ত করা, বর্তমান প্রেক্ষাপটে সামাজিক গুরুত্বপূণ বিষয়গুলো গ্রাম আদালতে অন্তভূক্ত করাসহ বিচারকাজে জনপ্রতিনিধিদের পাশাপাশি মসজিদের ইমাম ও সাংবাদিকদের অন্তভূক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতির বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করে সুবর্ণা সরকার গ্রাম আদালতের কার্যকারিতা বাড়াতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় গ্রাম আদালতের বর্তমান কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি, মামলার দ্রুত নিষ্পত্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।