বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ১৮:৫৭

চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন বাতিল

চট্টগ্রাম, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস): দ্বৈত নাগরিকত্বের জটিলতায় চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন।

এ ঘটনায় আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক।

আজ সোমবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ফজলুল হকের আপিল শুনানি শেষে আবেদনটি নামঞ্জুর করা হয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ফজলুল হক নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য নন।

এর আগে গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্বের কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় এ কে এম ফজলুল হক দ্বৈত নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ করেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন বলে জানান এবং গত ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলেও উল্লেখ করেন।

তবে, মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়, হলফনামায় নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ থাকলেও এর স্বপক্ষে কোনো গ্রহণযোগ্য নথিপত্র দাখিল করা হয়নি। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ বিষয়ে ডা. ফজলুল হকের আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘আপিলটি যথাযথ নিয়মে দায়ের করা হয়েছিল এবং এতে সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) আলোকে বিস্তারিত আইনি ও সাংবিধানিক যুক্তি উপস্থাপন করা হয়। তবে, এসব যুক্তি উপেক্ষা করে নির্বাচন কমিশন আপিল নামঞ্জুর করেছে।’

তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হবে। সবাইকে ধৈর্য ধরে শান্তিপূর্ণভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’