শিরোনাম

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস): সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে (ইআবি) শোকবই খোলা হয়েছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম শোক বইয়ে স্বাক্ষরের মাধ্যমে তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শোক বইতে মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পাশাপাশি দেশের শিক্ষা ও বিশেষ করে নারী শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, রেজিস্ট্রার মো. আইউব হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীসহ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল-কামিল মাদরাসার প্রতিনিধিরা।
আগামী ২২ জানুয়ারি পর্যন্ত শোক বই সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।