শিরোনাম

শেরপুর, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : শেরপুরে জেলা পুলিশের উদ্যাগে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা শহরের অষ্টমিতলাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করার মাধ্যমে সভা শুরু করা হয়। এরপর পুলিশ সুপার জেলা পুলিশে কর্মরত সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনের লক্ষ্যে সকল পদমর্যাদার অফিসার- ফোর্সদের সমস্যার কথা শোনেন। সেসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর রাখতে জেলা পুলিশের সর্বোচ্চ প্রস্তুতির কথা দৃঢ়ভাবে ব্যক্ত করেন। সেই লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তারসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ইন্সপেক্টর (তদন্ত) সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।