বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ১৬:৪৯

কুমিল্লায় অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার

ছবি : বাসস

কুমিল্লা, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস): জেলায় আদর্শ সদর উপজেলার শিবির বাজার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবি। এসময় একটি অটোরিকশা জব্দ করা হয়। 

আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।

তিনি জানান, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন নিয়মিতভাবে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ সকালে কুমিল্লা জেলার সদর উপজেলার শিবেরবাজার বিওপি এলাকার সীমান্তে একটি টহল দল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্তের অভ্যন্তরে বদরপুর নামক স্থানে মালিকবিহীন অবস্থায় একটি অটোরিকশাসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শাড়িগুলো অবৈধভাবে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ ৬০ হাজার টাকা। উদ্ধারকৃত অটোরিক্সা ও শাড়িগুলো আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।