বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ১৬:৪৬

নেত্রকোণায় নির্বাচন ও গণভোট নিয়ে ইমামদের সঙ্গে ডিসির মতবিনিময়

নেত্রকোণায় নির্বাচন ও গণভোট নিয়ে ইমামদের সঙ্গে ডিসির মতবিনিময়। ছবি : বাসস

নেত্রকোণা, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধকরণে জেলার ইমামদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় গণভোটের প্রচার, অবাধ-সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং গণভোট বাস্তবায়নে ধর্মীয় নেতাদের ভূমিকা, সমাজে নৈতিকতা ও সচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকাসহ নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয়।

সভায় জেলার বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত থেকে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।