বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ১৬:২৫

জয়পুরহাটে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

সোমবার জয়পুরহাটে যুব উন্নয়ন অধিদপ্তর, জয়পুরহাটের উদ্যোগে বেশ কয়েকটি বিভাগে বেসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। ছবি : বাসস

জয়পুরহাট, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জয়পুরহাটে কম্পিউটারের বেসিক, আইসিটি ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, রিফ্রিজারেশন, পোশাক তৈরি, গবাদিপশু পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষিসংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। 

আজ সোমবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর, জয়পুরহাটের উদ্যোগে আয়োজিত এই বিশেষ প্রশিক্ষণে ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীদের ৩ মাস ও ৬ মাস মেয়াদে প্রশিক্ষণ দেওয়া হবে।

যুব উন্নয়ন অধিদপ্তর জয়পুরহাটের উপ-পরিচালক মকছুদুল কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম। এ সময় বক্তব্য দেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো অর্ডিনেটর এম খালেক। প্রশিক্ষণে ৬টি ট্রেডের ২২৫ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নুরুল ইসলাম আত্মকর্মসংস্থানের ওপর জোর দেন। তিনি প্রশিক্ষণের পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহজলভ্যতাকে কাজে লাগিয়ে বিভিন্ন ট্রেডে দক্ষতা অর্জনের আহ্বান জানান। বেকার ও স্বল্প শিক্ষিতদের এই ধরনের প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের পরামর্শ দেন।