শিরোনাম

মুন্সীগঞ্জ, ১২ জানুয়ারি,২০২৬ (বাসস) : জেলার আলদি বাজারে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করার দায়ে এক মিষ্টির দোকানের মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার দুপুরে টংগিবাড়ী উপজেলার আলদি বাজারে রুমা সুইটমিটের মালিক অর্ক ঘোষকে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা শাখা কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টংগিবাড়ী উপজেলার আলদি বাজারে বাজার মনিটরিং করে।
মনিটরিংকালে ভ্রাম্যমাণ আদালত নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই, রসমালাই, নিমকি প্রভৃতি খাদ্যদ্রব্য প্রস্তুত করছিল। রসমালাই এবং দইয়ের পাত্রে উৎপাদনের মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় রুমা সুইটমিটের মালিক অর্ক ঘোষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এবং সহযোগিতা করেন জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন।