বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ১৬:২৮

মালদ্বীপে আন্তর্জাতিক ক্যাডেট বিনিময় কর্মসূচি : প্রতিরক্ষা কূটনীতি জোরদারে গুরুত্বারোপ

ছবি : বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক ক্যাডেট বিনিময় কর্মসূচি (আইসিইপি) ২০২৬-এ অংশ নিতে মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) একটি প্রতিনিধিদল দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছে।

আজ বৃহস্পতিবার মালদ্বীপের রাজধানী মালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি ভবনে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক ক্যাডেট বিনিময় কর্মসূচির মতো উদ্যোগগুলো ভবিষ্যৎ সামরিক নেতাদের মধ্যে আস্থা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

তিনি এ ধরনের কর্মসূচিকে বাংলাদেশের সামরিক সফট পাওয়ার ও জন-কূটনীতির একটি কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করেন। এ সময় তিনি দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে হাইকমিশনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মাসুদের নেতৃত্বে প্রতিনিধিদলটি গত ৩০ ডিসেম্বর মালদ্বীপে পৌঁছায়। কর্মসূচি শেষে আগামীকাল ৯ জানুয়ারি তাদের দেশে ফেরার কথা রয়েছে। এবারের কর্মসূচিতে বাংলাদেশ ছাড়াও মালদ্বীপ, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের ক্যাডেটরা অংশ নিচ্ছেন।

সফরকালে প্রতিনিধিদলটি মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ), মালে শহরের ঐতিহাসিক স্থানসমূহ, কে. হুরা দ্বীপ, কোস্টগার্ড জাহাজ ‘হুরাভী’, গিরিফুশি প্রশিক্ষণ কেন্দ্র, ক্রস রোডস মালদ্বীপ, ভিলিমালে ফায়ার অ্যান্ড রেসকিউ ট্রেনিং স্কুল এবং মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করে।

এছাড়াও প্রতিনিধিদলটি মালদ্বীপের প্রতিরক্ষা উপমন্ত্রী, চিফ অব ডিফেন্স ফোর্স পুলিশ কমিশনার এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এই সফরের মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা এবং যুব পর্যায়ে পারস্পরিক বোঝাপড়া আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।