বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ১২:৫৭

চাঁদপুরে বাস চাপায় কলেজ ছাত্রী নিহত

রাহেলা আক্তার শান্তা। ফাইল ছবি

চাঁদপুর, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাটে যাত্রীবাহী আইদি বাসের ধাক্কায় রাহেলা আক্তার শান্তা (১৭) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন।

গতকাল বুধবার সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহেলা আক্তার সদর উপজেলার শাহতলী মুন্সি বাড়ির মো. শামসুল হুদা মুন্সির সেঝো মেয়ে। তিনি শাহতলী জিলানী চিশতি কলেজের একাদশ শ্রেনীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, রাহেলা আক্তার বোনের বাড়িতে যাওয়ার জন্য চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাটে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী যাত্রীবাহী আইদি বাসের ধাক্কায় শান্তা সড়কে লুটিয়ে পড়ে। এসময় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে বিকাল ৪টার দিকে যাত্রাবাড়ি এলাকায় গেলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নিহত শিক্ষার্থী রাহেলা আক্তারের বাবা শামসুল হুদা মুন্সি বলেন, বেলা ১১টায় আমার মেয়ে ঘোষেরহাটে গেলে আইদি বাস চাপা দেয়। আমি ঘাতক আইদি বাস চালকের বিচার চাই।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, আমি ঘটনা শুনে তৎক্ষনাৎ ঘটনাস্থল ঘোষেরহাট পরিদর্শন করেছি। কলেজ শিক্ষার্থীকে চাপা দেওয়া বাস আটকের চেষ্টা চলছে। ঘটনা তদন্তে থানার এসআই আওলাদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।