শিরোনাম

চাঁদপুর, ৭ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাবার বিক্রির জন্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারে যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, বুধবার চান্দ্রা বাজার এলাকায় অভিযানকালে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্য সামগ্রী তৈরির দায়ে চিটাগং বেকারিকে ২০ হাজার টাকা, একই অপরাধে স্বাদ বেকারিকে পাঁচহাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার দায়ে আদর্শ ফার্মেসীকে ৩০ হাজার টাকা, একই অপরাধে মেসার্স সাহা মেডিকেল হলকে ২০ হাজার টাকা এবং বেঙ্গল মেডিকেল হলকে ১৫ হাজার টাকাসহ মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জেলা স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলাম সহ যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।