বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৯:৫৬

সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

ছবি : বাসস

সাতক্ষীরা, ৭ জানুয়ারি ২০২৬ (বাসস) : জেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

‘আমরা বিএনপি পরিবার’ সাতক্ষীরা’র আয়োজনে বুধবার দুপুরে শহরের নিউমার্কেট চত্বরে উক্ত কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

সদর উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। 

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক আবুল হাসান হাদী, সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, অ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহাদুজ্জামান আরজেদ প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ। দোয়া পরিচালনা করেন বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জুলফিকার আলী।

এ সময় বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ‘আমরা বিএনপি পরিবার’ সাতক্ষীরার সদস্যরা উপস্থিত ছিলেন।