বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৯:৫৬

ঢাবিতে নবায়নযোগ্য শক্তির রূপান্তর বিষয়ক সিম্পোজিয়াম 

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘স্মার্ট আইডিয়াস ফর ক্লিন পাওয়ার : ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ইন দ্য এনার্জি ট্রানজিশন অ্যান্ড ইকোনমি’ শীর্ষক এক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবন মিলনায়তনে এ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি ছিলেন। ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির, বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসাইন ও সদস্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

বিইপিআরসি’র পরিচালক অধ্যাপক ড. হাসান মাহমুদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। রসায়ন বিভাগের প্রভাষক মো. আল-আমীন হোসেন ও সামিহা নাহিয়ান অনুষ্ঠান সঞ্চালন করেন।

সিম্পোজিয়ামের টেকনিক্যাল সেশনে ঢাবির শিক্ষক ও গবেষকগণ প্রবন্ধ উপস্থাপন করেন।