বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৯:৫৪

যশোরের প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ঘুসের টাকাসহ আটক

ছবি : বাসস

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঘুসের ১ লাখ ২০ হাজার টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক হয়েছে যশোরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম।

ঘুস গ্রহণের মাধ্যমে দণ্ডবিধির ১৬১ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হওয়ায় তার বিরুদ্ধে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে আজ একটি মামলা দায়ের করা হয়েছে।
আজ দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।

দুদক জানায়, লিখিত অভিযোগের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলমের বিরুদ্ধে প্রাথমিক যাচাই-বাছাই করা হয়। যাচাইয়ে পেনশন ও বেতন সমতাকরণের নথি নিষ্পত্তির জন্য ঘুস দাবি করার অভিযোগের সত্যতা পাওয়ায় কমিশনের অনুমোদনক্রমে একটি ফাঁদ মামলা পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিকল্পনা অনুযায়ী দুপুরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে অভিযোগকারীর কাছ থেকে ঘুসের জন্য নির্ধারিত ১ লাখ ২০ হাজার টাকা ইনভেন্টরি প্রস্তুতপূর্বক তার জিম্মায় প্রদান করা হয়।

এরপর একই দিন বিকেলে অভিযোগকারী যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আসামির কক্ষে উপস্থিত হয়ে তার ঘুষ দাবির প্রেক্ষিতে উক্ত অর্থ প্রদান করেন। আসামি মো. আশরাফুল আলম টাকা গ্রহণ করে তার অফিস টেবিলের ডান পাশে অবস্থিত ড্রয়ারে সংরক্ষণ করেন।

সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দুদকের ফাঁদ টিম আসামির অফিসে অভিযান পরিচালনা করে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ড্রয়ার থেকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করে।