শিরোনাম

সিরাজগঞ্জ, ৭ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে তাঁতিদের মধ্যে বিনা শুল্কে রং ও রাসায়নিক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে জেলা সদরের মিরপুরে অবস্থিত বাংলাদেশ তাঁত বোর্ড বেসিক সেন্টারে এ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খাঁন।
ভাঙ্গাবাড়ী ৩ নং ইউনিয়ন তাঁত বোর্ডের সভাপতি জাহিদুল ইসলাম বাতেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে তাঁত সমিতির ট্যাগ অফিসার (অপারেশন) মো. মনজুরুল ইসলাম, ট্যাগ অফিসার (রক্ষণাবেক্ষন) মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ তাত বোর্ডের সহকারী ব্যবস্থাপক রবিউল ইসলাম, সমিতির কর্মকর্তা আরিফ বিল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নে ৩নং ওয়ার্ড ও বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ১৬০ জনের মধ্যে রং ও রাসায়নিক বিতরণ করা হয়।