বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৯:০৫

নাটোরে সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণা

ছবি : বাসস

নাটোর, ৭ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি এবং গণভোট সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণের লক্ষ্যে সড়ক প্রচারণা চালিয়েছে জেলা তথ্য অফিস।

আজ বুধবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নাটোরের নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা পৌরসভা এবং বিপ্রবেলঘড়িয়া, মাধনগর, ব্রক্ষ্মপুর ও পিপরুল ইউনিয়নের সড়কগুলোর গুরুত্বপূর্ন স্থানে এই প্রচারণা চালানো হয়। 

সড়ক প্রচারণায় নির্বাচনের সময়সূচী, আচরণবিধি, গণভোটের বিষয় এবং গণভোটের ব্যালট, একই সাথে দুইটি ব্যালটে ভোট প্রদান ইত্যাদি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

নাটোরের জেলা তথ্য অফিসার মো. আ. আওয়াল জানান, ভোট প্রদানে সাধারণ জনগনকে উদ্বুদ্ধ করতে জেলা তথ্য অফিস নিয়মিত সড়ক প্রচারণার পাশাপাশি প্রামান্য চলচ্চিত্র প্রদর্শনী, ‘টেন মিনিটস্ ব্রিফ’, ‘ভোটালাপ’ ইত্যাদি কর্মসূচী আয়োজন করে যাচ্ছে।