বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৮:৫৭

টাঙ্গাইলের মধুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস): টাঙ্গাইল বন বিভাগের অধীন মধুপুরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিবাসীদের বিরুদ্ধে দায়ের করা ৮৮টি বন মামলা প্রত্যাহার করায় ৩৮৭ জন অভিযুক্ত খালাস পেয়েছেন।

আজ বুধবার মধুপুর শালবনে বসবাসকারী প্রথাগত বনবাসীদের সাথে বন বিভাগের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে শালবন ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়।

উদ্যোগের অংশ হিসেবে গত বছরের ৪ ডিসেম্বরের সিদ্ধান্ত মোতাবেক টাঙ্গাইল চিফ জ্যুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, বন আদালতে সিনিয়র জ্যুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম মামলার শুনানি গ্রহণ করেন।

শুনানিকালে মধুপুর জাতীয় উদ্যানে বসবাসরত অভিযুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা হাজিরা প্রদান করেন। টাঙ্গাইল বন বিভাগের বন মামলা পরিচালক শুনানিকালে ৮৮টি মামলায় অভিযুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৩১ জন ও স্থানীয় বাঙালি ১৫৬ জনের বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আদালতে অবহিত করলে টাঙ্গাইল বন আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট মোঃ মিনহাজ উদ্দিন ফরাজী বিষয়টি আমলে নেন এবং ৮৮টি বন মামলা প্রত্যাহার করে মামলায় অভিযুক্ত ৩৮৭ জনকে খালাস প্রদান করেন।

৮৮টি বন মামলা প্রত্যাহারের ফলে মধুপুরে বসবাসরত প্রথাগত বনবাসীদের মাধ্যমে শালবন সংরক্ষণ ও পুনরুদ্ধার অধিকতর সহজ হবে বলে আশা করা হচ্ছে।