শিরোনাম

মাদারীপুর, ৭ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকালে সরকারি সমন্বিত অফিস ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মো. আব্দুর রহিম।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোছা. জেসমিন আকতার বানু, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব, জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদ আহমেদ।
সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদের সচিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের দায়িত্ব ও করণীয় বিষয়ে মতবিনিময় সভায় আলোচনা করা হয়।