বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৮:৪৬

চট্টগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চট্টগ্রাম, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি মাইক্রোবাসসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি (দক্ষিণ) বিভাগের একটি দল কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাইক্রোবাস চালক মিজানুর রহমানকে (৩০) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি পুরোনো সাদা রঙের মাইক্রোবাস এবং ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বাড়ি কক্সবাজার জেলার ঈদগাঁও থানার ইসলামাবাদ এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান জানান, ইয়াবাগুলো কক্সবাজারের রামু এলাকা থেকে চট্টগ্রামের বাকলিয়া থানাধীন রাজখালী এলাকায় পৌঁছে দেওয়ার জন্য তাকে দেওয়া হয়েছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে ডিবির অভিযানিক দল বাকলিয়ার রাজখালী এলাকায় অভিযান চালিয়ে অপর আসামি মো. রহমত উল্লাহকে (৩২) গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত রহমত উল্লাহ রামু থানার চাকমারকুল ইউনিয়নের ভুতপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিবি (দক্ষিণ) বিভাগের কর্মকর্তারা জানান, মাদক চোরাচালান ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।